আমি সেমুয়েল: পর্ব ১) আমার কানাডা আসার গল্প
আমি সেমুয়েল পর্ব ১) আমার কানাডা আসার গল্প
লন্ডন যাবো ভেবেছিলাম ২০১৫ তে । ফুপাতো ভাই ২০১৫ তে সাবধান করলেন, আমি ২০০৮ আসছি , আমার ই কোনো গতি হয়নাই , তুমি ভুলেও এই পথে পা দিওনা। রাগেদুঃখে বললাম শালার লন্ডন না গেলে আর বিদেশেই যাবোনা। বিদেশ বাদ দেশে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখলাম ।কখনো ভাবিনি আমি কানাডা আসব। স্বপ্নও দেখিনি দেশ ছেড়ে কখনো যাবো! কিন্তু হয়তো এটাই ভাগ্যের লিখন!
কানাডা আসার চিন্তার পেছনে অবশ্য আমার চাকরিজীবন অনেকটা বড় ভূমিকা রয়েছে । আমি প্রথম চাকরি শুরু করি ২০১৫ সালে। নর্থ সাউথ বিশ্যবিদ্যালয় আন্ডারগ্রাড শেষ করার পর প্রথম একটা টেক্সটাইলে ভালো চাকরি পেলাম । পরিবার বন্ধু মহলে ব্যাপক সুনামও অর্জন করে ফেললাম যে, বাহ্ স্যামুয়েল পড়াশুনা শেষ করেই অনেক ভালো চাকরি পেয়ে গেল। কিন্তু চাকরি শুরু হতে না হতেই কেন জানি মনের সাথে যাচ্ছিলোনা । আমার চাকরির জায়গা ছিল গাজীপুর। তো আমি পরিবার বন্ধু মহল ছেড়ে একা গাজীপুরে অফিসার হয়ে পড়ে থেকে কেন যেন শান্তি পাচ্ছিলাম না। সিদ্ধান্ত নিলাম যে, না এভাবে গাজীপুরে আটকে থাকতে চাইনা । তখন আমার পরিবার আবার এই সিদ্ধান্তে অনেকটা নাখুশ । এতো সুন্দর ভবিষ্যৎ, টেক্সটাইলে খাতে চাকরি পেয়ে ছাড়ার কথা ভাবছি?! তখন আমি বুঝলাম, আমার সপ্ন বড় , আর সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেউ বুজবেনা। শুরু করলাম চাকরি খোজা। আর দেরি হলোনা। আমাদের বিষ্যবিদ্দালয়ের একটি চাকরি খুজার একটা খুব কার্যকর গ্রুপ "Job for NSUER" একটা পোস্ট এ আমার Resume পাঠালাম। আমার ইউনিভার্সিটির এক ক্লাসমেট সাফাত ইসতিয়াক আমাকে কল করে বললো, বন্ধু তুইকি আসলেই কাজ করবি? আমি বললাম অবশ্যই। চাকরিও পেয়ে গেলাম। একটা জিনিস প্রমানও হয়ে গেলো, জীবনে নেটওয়ার্কিং করে রাখলে কখন কে কোনকাজে আসবে সেটা কেউ বলতে পারেনা ! যাই হউক, চাকরিটার পোস্টিং হলো সিলেট। আমি আবার সিলেট বলতেই পাগল, তার মাঝে আবার সিলেটের জোনাল/টেরিটরি ম্যানেজার হিসেবে বাংলাদেশের স্বনামধন্য একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড এ কাজ। এ যেন জেগে জেগে স্বপ্ন। চাকরির করলাম ২০১৫ থেকে ২০১৭। স্বপ্নের মতো কাটলেও কেন যেন একটা জায়গায় তৃপ্তি পাচ্ছিলাম না,মনে হচ্ছিলো আমি আরো একটু ভালো জায়গায় থাকতে পারতাম, কেন জানি নিজের অনেকটুকু দিয়েও মূল্যায়ন পাচ্ছিলাম না । একটা আক্ষেপ কাজ করা শুরু করলো। হঠাৎ আমার কোম্পানি আমার একটু মূল্য বুঝে আমাকে প্রমোশন দিয়ে হেড কোয়ার্টারে ঢাকাতে নিয়েযাওয়ার সিদ্ধান্ত নিলো। আর আমিও বুঝলাম যে আমাকে জীবনে বড় হতে হলে সিলেট আর পরিবারের মায়া ত্যাগ করে ঢাকা যেতেই হব।
এই তো শুরু আসল ঘটনা। সিলেট এর ছেলে আমি! চৌদ্দ ঘুষ্টি থাকে লন্ডনে। একমাত্র ছেলে আমি, রাজার মতো দেশে সিলেটে থাকবো বলে বিদেশ গেলাম না। আজ জীবনের যাঁতাকলে পড়ে নাকি আমাকে ঢাকা যেতেই হবে। ঠিক আছে , চ্যালেন্জ একসেপ্টেড। সিলেট ছেড়েই যখন গেলাম, তাইলে আর দেশেই থাকবোন। ২০১৮ সালের শুরুর দিকে আমাকে ঢাকা শিফট হতে হবে। ঢাকা শিফট হওয়ার আগেই বিদেশ যাওয়া নিয়ে রিসার্চ শুরু করলাম। ভাবুনতো, বিদেশ যাওয়ার কথা যে ভাবলাম, কোন দেশে যাওয়ার কথা প্রথমে চিন্তা করলাম? লল। ঠিক। একদম ঠিক। ঠিক ই ভেবেছেন । একজন টিপিকাল সিলেটি হিসেবে আমিও সপ্ন দেখা শুরু করলাম গেলে লন্ডনেই যাবো! আমি জানি লন্ডনে গেলে ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নাই । আমি sure । বাট ইউ নো , আমি সিলেটি ! সো সব সিলেটির মতো আমার মাথায় ঘুরতেসে যে, আরে গিয়ে হয়তো কিছু একটা করে থেকে যাবো। সো আবার যখন দ্বিতীয়বার ভাবলাম বিদেশে আসব , তো লন্ডনে যাওয়ার কথা মাথায় আসতেই ফুপাতো ভাইকে আবার ফোন দিলাম , ভাবলাম এবারতো মনে হয় বলবে স্যামুয়েল তুমি চলে আসো । আল্লাহ। বলে , তোরে না ২০১৫ তে একবার মানা করলাম , তোর মাথা থেকে এখনো লন্ডনের ভূত গেলোনা? দেখসনা আমি ২০০৮ থেকে পড়ে আসি, এখন ২০১৭ , এখনো আমার ভবিষ্যতের কোনো মাই বাপ্ নাই। তুই ও একই পথে পা বাড়াবি নাকি। এবারো দুঃখ্য পেলাম। কিন্তু ২০১৫ সালের মতো লন্ডন যাবোনা বলে যে বিদেশই যাবোনা এই সিদ্ধান্ত থেকে সরে আসলাম। চিন্তা করলাম , ২০১৫ সালে যায়নি , ২০১৭ তে এসে আক্ষেপ হচ্ছে। এখন ২০১৭ তে এসে না গেলে আবার হয়তো ২০২৫ এ এসে আক্ষেপ করবো যে যাই আর না যাই, একটা চেষ্টাও করলাম না।
সাল ২০১৭ এর শেষের দিক। বিদেশ নিয়ে রিসার্চ শুরু। বিদেশ যাই আর না যাই , জীবনে যেন আক্ষেপ না থাকে , তাই একটা চেষ্টা অন্তত করবো। না হলে কি, দেশে তো মাল্টিন্যাশনালে চাকরি করছি ই। সিলেট ঢাকা একদিকে চাকরি চলছে, একদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্দালয়ে mba আরেকদিকে কচ্ছপের মতো লন্ডন ছাড়া আর কোন দেশে যাওয়া যায়, ওই দেশ নিয়ে রিসার্চ। রিসার্চে বের হয়ে আসলো ২০১৭ ২০১৮ সালের প্রাস্পেক্টিভে হয় অস্ট্রেলিয়া অথবা কানাডায় পড়াশুনা করে স্থায়ী ভাবে থাকার ভালো সুযোগ। কিন্তু ২০১৮ সালে অস্ট্রেলিয়া যদি ভুলেও চলে যেতাম , তাইলে হয়তো আজ আর এই ব্লগ লেখার সুযোগ থাকতো না , আর লিখলেও আপনারা জানতেননা আর পারতেননা। যাই হউক, অনেক রিসার্চের পর ফাইনাল ডিসিশন নিলাম কানাডা ই হলো সেই দেশ যে দেশে গেলে সেই জীবন তা পাবো, যে জীবনের স্যামুয়েল নিজেকে দেখতে চায়। কানাডা আসলাম, আর বাকিটা ইতিহাস। :P
আজ আমি কানাডা তে। শুধু নিজের স্বপ্নই পূরণ হয়নি , আমার মতো হাজার হাজার ছেলেমেয়ের এবং তাদের পরিবারের স্বপ্ন পূরণের একটা youtube চ্যানেলের নাম " Md Ferdous Khan Samuel " মালিক আমি !
দেখা হবে কানাডায় !
#mfksamuel
mfksamuel.com
Youtube.com/mdferdouskhansamuel
অসাধারণ লেখা! মনেই হচ্ছেনা এটা আপ্নার প্রথম লেখা!
ReplyDeleteইনশাআল্লাহ,,, ভাইয়া,,,কোনো একদিন আমি কানাডায় যেতে পারলে আমি গল্পটাও শেয়ার করবো।
DeleteSir place you help me.
DeleteI am Mohammad Mobarak
I application work permit job form canad
hmm valo
ReplyDeleteআলহামদুলিল্লাহ।ভাল থাকেন সব সময়।দোয়া রইলো।
ReplyDeleteধন্যবাদ
Deleteলেখা ভালো হয়েছে তবে আপনার কাছে কোন প্রশ্ন করলে আপনি প্রশ্নের সঠিক উত্তর বাদ দিয়ে আজেবাজে কথা বেশি বলেন।
ReplyDeletelol. Amito kotha boli, hajar hajar manush amake proshno kore. Eto manusher uttar ami eka kivabe diye shobaike khushi korbo janina. Oi nakhush der modhe apnio ekjon best of luck to you
DeleteExcellent
ReplyDeleteThank you
DeleteIn sha allah দেখা হবে Canada🤍
ReplyDeleteআপনার মত একই স্বপ্ন আমিও দেখি। নিজের জায়গাটা আরও পাকাপোক্ত করতে হবে। তাই এখনো চেষ্টা করে যাচ্ছি।
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteExtremely beautiful story. I appreciate your first article. Keep it up brother..
ReplyDeleteExcellent bro
ReplyDeleteVaiya sopno ami dekhechi kintu sopno puruner jonno ses projonto chesta korte hobe apner Theke sikhechi❤️❤️❤️
ReplyDeleteJani na akta protective Muslim middle class family meye hoye kivabe nijer sopno kivabe purun korbo kintu ses projonto chesta ami korboi😌😌
অসাধারণ লেখা ভাই, খুবই ভালো লাগলো।
ReplyDeleteIn sha allah asbo vai...dheka hobr Ottawa te❤️❤️
ReplyDeleteApni ki agency die file process koriecilen
ReplyDeleteআস্থা ও ভরসার আরেক নাম স্যামুয়েল ভাই। আপনার দেওয়া অনুপ্রেরণা ভেংগে যাওয়া স্বপ্ন বার বার জাগায়। নতুন করে স্বপ্ন দেখতে শেখায়।নতুন করে ভাবতে শেখায়।পুনরায় উজ্জীবিত হয়ে চেষ্টা করতে শেখায়। ভালোবাসা নিবেন ভাই। দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য।সময়ের স্রোতে হয়তো একদিন দেখা হবে আপনার সাথে ম্যাপল পাতার দেশে।
ReplyDelete🍁🍁🍁🍁🍁🍁🍁
আপনার ব্লগ থেকে একটা জিনিস স্পষ্ট মন থেকে যদি কোন কিছু চাওয়া যায় এবং সেটার জন্য সাধনা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সে স্বপ্ন পূরণ করেন।
ReplyDeleteVaiya gazipur kothay job korten? Ami gazipur e thaki
ReplyDeleteখুবই ভালো লাগলো ভাই
ReplyDeleteখুব সুন্দর বস। চালিয়ে যান
ReplyDeleteHope will meet you soon!
ReplyDeleteApnar moto amio familyr mayay atka...3/4 ta bochor er jonnew amake sarte chache nah......Jani nh kono din apnar moto nijer sopno expectations fulfill korte parbo kina...Kintu Jodi kono ekdin Canada asha hy...MD Ferdous Khan Samuel channel tar kache hrini thakbo
ReplyDeleteভাইয়া আপনার কথাগুলো সবসময় আমাকে কানাডা যাওয়া জন্য অনুপ্রেরণা জোগায়। দেখা হবে একদিন সপ্নের দেশ কানাডাতে।ভালো থাকবেন ভালো বাসা নিবেন💗💗
ReplyDelete2009 a ameoo london giya chilam but obosta valo na deke 2010 a chola aschii...desh aii choto kato bebsa korchii kintoo apnar moto amar oo mone hoy kotay jano akta otriptii kajj kore.. Apnar video and inspiration peye abar ajbar try korte iccha korcha.
ReplyDeleteTake a love bro ❤❤
ReplyDeleteঅসাধারণ লেখা ভাই ইন শা আল্লাহ দেখা হবে কানাডায়
ReplyDeleteWow!!!! Very inspirational story!! You are so good..
ReplyDeleteবেশ ভালো লেখেছেন ভাই অনুপ্রেরণা মূলক কথাগুলো❤️
ReplyDeleteমাশাল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে লেখাগুলো❣️। দোয়া করি আপনার স্বপ্নের সাথে আমাদের সবার স্বপ্ন যেন আল্লাহ সত্যি করে দেয়🌿
ReplyDeleteসত্যি আপনি আপনার লক্ষ স্থির রেখেছেন বলেই আল্লাহ আপনাকে একটি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন।
ReplyDeleteযদি কখনও দেখা তাহলে দেখা হবে কানাডায় ইনশাআল্লাহ। ২০২৩..
আমিও আপনার সব ভিডিও দেখি ভাইয়া। আমিও দেশে থাকার জন্য চেষ্টা করছি কিন্তু আমার কেনো জানি জব মার্কেট / অন্য সব কিছু সুট করেনা। আমি ২০২০ এ পড়াশুনা শেষ করেছি। এরপর ইতিহাস, এখন ফুল & ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি কানাডাতেই স্টুডেন্ট ভিসা এপ্লাই করব। সেভাবে IELTS শুরু করেছি টাকাও রেডি করেছি, এখন চেষ্টা করছি বাকিটা উপর আল্লাহ এর ইচ্ছে 💓💓💓
ReplyDeleteWhy don’t you share your journey of obtaining permanent residency ?
ReplyDeleteI believe, many students & wp holders inside Canada may be benefited from your detail PR-journey.
ভাই আমার ও খুব ইচ্ছে আমি বিদেশে যাব ২০১৫ সালে পোলেন্ডের জন্য জমাও দিয়েছিলাম দালাল আমাকে নিবে বলে ৮ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে কিন্তু তারপরও আমার ইচ্ছা আকাঙ্ক্ষা কমেনি এখনো যেতে চাই আমি মাস্টার্স রানিং করতেছি পলিটিকাল সায়েন্সের উপর আপনি একটু হেল্প করলে আমার জন্য সহজ হত আমি আপনার ছোট ভাই এর মত আপনি তো কত মানুষকেই নিজের সর্বোচ্চ টা দিয়ে হেল্প করেন আমাকেও একটু করলে আমি বড় উপকৃত হতাম!
ReplyDeleteদোয়া ও ভালবাসা রইলো প্রিয় ভাই ❤️❤️❤️
নিজের ডিসিশন নিজেই নিতে হয়,
ReplyDeleteইনশাআল্লাহ আমরাও একদিন সফল হবো।💪
Salamualikum sir,
ReplyDeleteআপনার সপ্ন পূরণ হোক।
ReplyDeleteWE WILL MEET SOON BRO
ReplyDeleteWell written.
ReplyDeleteআসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশী।একটু সহযোগীতা চাই কথা বলতে চাই কোন নাম্বার থাকলে দিবেন
ReplyDeleteআমি ২০১৩ সালে এইচএসসি পাশ করার পর আমার আর স্টাডি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন এতবছর স্টাডি গ্যাপ এর পর এখন কি IELTS করে কানাডায় অনার্স করার জন্য যাওয়া যাবে?
ReplyDeleteপ্লিজ জানাবেন।
Amer shopnota ki shopnoi theka jabea are bastobea proinito hobea na. Ki jani hoccea kichoi bujteci na. tobea aj bolci vai ekdin holea apner sathe amer dekha hoba canadate insallah. dowa korben.
ReplyDelete“স্বপ্নগুলো সাজিয়ে রাখলাম অভাবের দেয়ালে,
ReplyDeleteইনশাআল্লাহ্ প্রিয় Samuel ভাইয়ের সাথে দেখা হবে কোন এক সুন্দর বিকালে”।.......
“দেখা হবে কানাডায়” !....
I read your post. I like it very much.
ReplyDeletesee you soon, Insha-allah
Bhai apnar Kotha sonte sonte Pagul hoye gechi onek din dore babchi comment Korbo kinto kora hoye nai ai karone apnar to lakho follower e upore hobe apni ki Amar comment dekhben ,dekhben ba nai dekhen akhon poropori Pagul hoye gechi apnar lekha dekhei asole esche thakle r Allah sohaye thakle soboe sombab,apnar help asha korchi Bhai apnar lekha o videos Kotha soneh abar asha jache jani na nojibe ki ache Allah Judi sohaye thakle r apni Judi akto help koren tahole dekha hobe apnar shate insh allah
ReplyDelete