Skip to main content

Posts

Featured

আমি সেমুয়েল: পর্ব ১) আমার কানাডা আসার গল্প

আমি সেমুয়েল পর্ব ১)  আমার কানাডা আসার গল্প  লন্ডন যাবো ভেবেছিলাম ২০১৫  তে । ফুপাতো ভাই ২০১৫ তে সাবধান করলেন, আমি ২০০৮ আসছি , আমার ই  কোনো গতি হয়নাই , তুমি ভুলেও এই পথে পা দিওনা। রাগেদুঃখে বললাম শালার লন্ডন না গেলে আর বিদেশেই যাবোনা। বিদেশ বাদ দেশে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখলাম ।কখনো ভাবিনি আমি কানাডা আসব। স্বপ্নও দেখিনি দেশ ছেড়ে কখনো যাবো! কিন্তু হয়তো এটাই ভাগ্যের লিখন!  কানাডা আসার চিন্তার পেছনে অবশ্য আমার চাকরিজীবন অনেকটা বড় ভূমিকা রয়েছে ।  আমি প্রথম চাকরি শুরু করি ২০১৫ সালে। নর্থ সাউথ বিশ্যবিদ্যালয় আন্ডারগ্রাড শেষ করার পর প্রথম একটা টেক্সটাইলে ভালো চাকরি পেলাম ।  পরিবার বন্ধু মহলে ব্যাপক সুনামও অর্জন করে ফেললাম যে, বাহ্ স্যামুয়েল পড়াশুনা শেষ করেই অনেক ভালো চাকরি পেয়ে গেল।  কিন্তু চাকরি শুরু হতে না হতেই কেন জানি মনের সাথে যাচ্ছিলোনা ।  আমার চাকরির জায়গা ছিল গাজীপুর।  তো আমি পরিবার বন্ধু মহল ছেড়ে একা গাজীপুরে অফিসার হয়ে পড়ে থেকে কেন যেন শান্তি পাচ্ছিলাম না।  সিদ্ধান্ত নিলাম যে, না এভাবে গাজীপুরে আটকে থাকতে চাইনা ।  তখন  আমা...

Latest Posts